। কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
তিব্র শীতকে উপেক্ষা করে কিশোরগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২৮ টি কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সেই সকাল থেকে বিকেল পর্যন্ত চলেছে ভোট গ্রহন।
ভোটারদের উপস্তিতি সকাল থেকে বেশ স্বাভাবিক থাকলেও, দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা কিছুটা কমতে থাকে। পৌর এলাকার সরকারি গুরুদয়াল কলেজ কেন্দ্রে চ্যানেল সেভেন টেলিভিশনের সংবাদকর্মী এক ভোটারের সাথে কথা বললে তিনি জানান।
সকাল থেকে স্বাভাবিক পরিস্তিতিতেই ভোট গ্রহন চলেছে, কিন্তু স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন। দায়িত্বে থাকা অফিসাররা সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছেন হ্যান্ট স্যানিটাইজার ও মাস্ক ব্যাবহার করতে। দকিন্ত ভোটাররা রিতীমত ব্যাপারটা এড়িয়ে গিয়ে তাদের ভোটাদিকার প্রয়োগ করছেন।