ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন ব্যক্তি আক্রোশের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের। তাই দায়িত্বশীল জায়গা থেকে এসব বক্তব্যের জবাব দিতে তিনি নারাজি প্রকাশ করেছেন। সাঈদ খোকনের দেয়া বক্তব্য তার ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত অভিমত উল্লেখ করে তাপস বলেছেন এর কোনো গুরুত্ব বহন করে না।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ধানম-ি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন। 

এসময় তিনি বলেন, যদি কেউ উৎকোচ গ্রহণ করে, যদি কেউ ঘুষ গ্রহণ করে, যদি কেউ কোনো কাজ পাইয়ে দেয়ার জন্য কমিশন বাণিজ্য করে, যদি কেউ সরকারি অর্থ আত্মসাৎ করে, বিল দেয়ার জন্য কমিশন বাণিজ্য করে, সরকারি প্রভাব কাজে লাগিয়ে কাউকে জিম্মি করে বা কোনো কিছু দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কিছু অর্থ নিয়ে থাকে, অর্থ আত্মসাৎ করে থাকে সেক্ষেত্রে দুর্নীতি হয়। সাবেক মেয়র (সাঈদ খোকন) দুর্নীতির যে অভিযোগ করেছেন, তা কোনোভাবেই বস্তুনিষ্ঠ নয়।