করোনার কারণে গেল বছরের মার্চ থেকেই বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এর আগেও বেশ কয়েক ধাপে বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। 

তাই আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো একধাপ বাড়ানোর চিন্তাভাবনার কথা ভাবছে সরকার। নতুন করে আরও ১৫ দিন থেকে এক মাস ছুটি বাড়ানো হতে পারে। 

ছুটি বাড়ানোর বিষয়ে আজ শনিবার (৯ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা হবে না। ফের ছুটি বাড়ানো হতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লেও আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চলমান থাকবে।