ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত অবৈধ উচ্ছেদের প্রতিবাদে ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুর্নবাসনের দাবিতে মানববন্ধন সমাবেশে এই মন্তব্য করেন তিনি। শনিবার সকাল সাড়ে ১১টায় হাই কোর্টের সামনে কদম ফোয়ারা চত্তরে এই মানববন্ধন সমাবেশ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারবৃন্দ।
সমাবেশে সাঈদ খোকন বলেন, তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলবো রাঘ বোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্ব প্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন, তারপর চুনোপুঁটিদের দিকে দৃষ্টি দিন।
তিনি বলেন, তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করেছেন এবং করছেন। অপর দিকে অর্থের অভাবে দক্ষিণ দক্ষিণ সিটি করপোরেশনের গরীব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে।