ইতালিয়ান সিরি ‘আ’ লিগে উড়তে থাকা এসি মিলানকে মাটিতে নামালো জুভেন্টাস। বুধবার রাতে মিলানকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। টানা ১৫ ম্যাচে অপরাজিত! মিলানের এই অপরাজিত থাকার রথকে কাল মাটিতে নামিয়েছে জুভেন্টাস। ফেদেরিকো চিয়েসার জোড়া গোলে সান সিরো থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ‘তুরিনের বুড়ি’রা।
১৮তম মিনিটে দিবালার পাসে জুভেন্টাসকে এগিয়ে দেন ফেডরিখ চিয়েসা। ৪১ মিনিটের সময় মিলানের পক্ষে গোল করেন ডেভিড কালাব্রিয়া। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে আধিপত্য বিস্তার করে জুভেন্টাস। ম্যাচের ৬২ মিনিটে দিবালার পাসে আবারো গোল করেন চিয়েসা। ম্যাচের ৭৬ মিনিটে গোল করে জুভেন্টাস ৩-১ গোলে এগিয়ে দেন ওয়েস্টন ম্যাককেনি।