| বার্সেলোনার হয়ে ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গতকাল ১৭ জানুয়ারি, রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক।
বার্সেলোনার হয়ে ৩৮তম ফাইনালে উঠেছিলেন লিওনেল মেসি। শৈশবের এই ক্লাবের হয়ে ৩৫তম শিরোপা জয়ের সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু কাল রাতে সুপার কাপের ফাইনালে শিরোপা তো জেতা হলোই না, উল্টো হাত বাড়িয়ে (বাগিয়ে বলাই ভালো) তাঁকে লাল কার্ডটাই নিতে হলো!
অতিরিক্ত সময়ে দল ৩-২ গোলে পিছিয়ে, মেসির কাছে হয়তো ওটাই ছিল আক্রমণের শেষ সুযোগ। অ্যাথলেটিক বিলবাও বক্সের সামনে থেকে তাই বাঁ প্রান্তে বাড়িয়েছিলেন বল। এরপর দৌড় দেন যেন বিলবাও বক্সের ভেতরে কিংবা বলের কাছাকাছি থাকতে পারেন। এমন সময় প্রতিপক্ষ স্ট্রাইকার আসিয়ের ভিয়ালিব্রে তাঁকে বাধা দিতে সামনে এসে পড়ায় মেজাজটা আর ধরে রাখতে পারেননি বার্সা তারকা। ডান হাত দিয়ে চাটি মেরে বসেন! ভিয়ালিব্রে মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে বার্সা তারকাকে লাল কার্ড দেখান মাঠের রেফারি জেসাস গিল মানজানো।
আগের দুটি লালকার্ড আর্জেন্টিনার জার্সিতে দেখেছেন তিনি। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে মাঠে নামার এক মিনিটের মাথায় লালকার্ড দেখেছিলেন তিনি। এর ১৪ বছর পর ২০১৯ সালে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ছয় বারের ব্যালন ডি’ অর জয়ী এই মহাতারকা।