| লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে ট্রাক চাঁপায় মোটর সাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যরা হলেন,  হাতীবান্ধা থানায় কর্মরত জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক আব্দুল মতিন ও  কনস্টেবল মজিবুল হক।

বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, উপজেলার বড়খাতা এলাকায় দায়িত্ব পালন  শেষে ওই দুই পুলিশ সদস্য মোটরসাইকেল যোগে থানায় ফিরছিলেন। এসময় পেছন থেকে বেপোরোয়া গতিতে একটি ট্রাক তাদের ওভারটেক করার সময় মোটর সাইকেলে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় পুলিশ সদস্যরা। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই দুই পুলিশ সদস্য।