| সকাল ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বন্ধ রয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ।
যখন ৩ ওভার ৩ তিন বল তখনই বৃষ্টি শুরু হয়। দ্রুত মাঠকর্মীরা ত্রিপল দিয়ে ঢেকে দেন উইকেট।
এ সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেট হারিয়ে ১৫ রান। আউট হয়েছেন সুনিল অ্যামব্রিস। ৪ রান নিয়ে আন্দ্রে ম্যাকার্থি এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন জশুয়া ডা সিলভা।