রাজধানীর কেরানীগঞ্জে তিন তলা একটি ভবন ধসে পড়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের পূর্ব চড়াই স্কুল মাঠের পাশের এই তিন তলা ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এরইমধ্যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে।