তিন কোটি বিশ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে কয়েক মৌসুম কলকাতার জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন সাকিব। দুই মৌসুম ছিলেন সানরাইজার্স হায়দারাবাদে।
ফের কলকাতায় ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি।সর্বশেষ ২০১৯ সালে আইপিএল খেলেছিলেন সাকিব। ওই মৌসুমে হায়দরাবাদের হয়ে মাত্র তিন ম্যাচে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। সেই আসরে অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। তিন ম্যাচে করেছেন ৯ রান, উইকেট নিয়েছেন মাত্র দুইটি।
আইপিএলের নিলামে সাকিব প্রথম নাম লেখান ২০০৯ আসরে। ওই আসরে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।