নভেল করোনাভাইরাসের টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার দুপুর ১টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে টিকা নেন তিনি।
টিকা গ্রহণের পর জাফরুল্লাহ বলেন, ভালো আছি। কোন ভয় নেই। দেশবাসীকে আহবান করছি যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য। আমি একই সঙ্গে বলতে চাচ্ছি আমার প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। এটা ভয়ের কোন কারণ নেই। এটা প্রত্যেকে, আমার রিকশা ওয়ালা ভাইকে, বাড়ির কাজ করেন, সাধারণ মানুষ টিকা পাওয়ার যেন সুবিধা পায়।
এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বিএসএমএমইউর অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম প্রমুখ।
আজ রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে এক হাজার পাঁচটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে টিকাদান শুরু হয়েছে। চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।