উন্নয়নশীল দেশের ‘এলন মাস্ক’ হিসেবে পরিচিত ছিলেন ৩৩ বছর বয়সী ফাহিম। গত বছরের জুলাইয়ে নিউইয়র্কের হাউস্টন স্ট্রিটের অ্যাপার্টমেন্টে খুন হন তিনি। ফাহিমের হত্যাকারী হিসেবে তাঁর ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভোঁ হ্যাসপিলকে গ্রেপ্তার করা হয়। এখন তাঁর বিচার চলছে।
নিউইয়র্কের ম্যানহাটন সারোগেট আদালতে ফাহিমের বোন রিফায়েত সালেহ তাঁর ভাইয়ের সম্পত্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আবেদন জানিয়েছেন।
বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ ৬০ লাখ ডলার রেখে গেছেন।