বিশ্বের জনপ্রিয় দুই কার্টুন চরিত্র নিয়ে নির্মিত সিনেমা ‘টম অ্যান্ড জেরি’ বাংলাদেশে আসছে ২৬ ফেব্রুয়ারি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও দেখা যাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এই দুই কার্টুন চরিত্র মানুষের কাছে খুবই প্রিয়। বিশেষ করে বিচ্ছু বিড়াল আর ইঁদুরের মজার মজার দুষ্টুমি। তাদের সঙ্গে রাগী দারোয়ান কুকুর বুলডগসহ প্রতিটি চরিত্র দর্শকের কাছে সমান প্রিয়।