জার্মেইন ব্ল্যাকউড আর জশুয়া ডা সিলভা কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু ৯৯ রানের সেই প্রতিরোধ যখন ভেঙে দিলেন নাঈম হাসানরা। চায়ের আগে, চায়ের পরে কয়েক ওভারের ধাক্কায় ২৫৯ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে বাংলাদেশ।

৫ উইকেটে ২৫৩ রান থেকে শেষ পর্যন্ত ক্যারিবীয়রা অলআউট ২৫৯ রানে। ৬ রানে পড়লো ক্যারিবীয়দের শেষ ৫ উইকেট। বল লাগলো মোট ২৩টি।

প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ক্যারিবিয়ানরা। কিন্তু দ্বিতীয় সেশনে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জার্মেইন ব্ল্যাকউড এবং জশুয়া ডা সিলভার ব্যাট কথা বলতে শুরু করেছিল।