নড়াইল শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজের ৬ একরের বিশাল মাঠজুড়ে নানা আল্পনায় সারি সারি মোমবাতি সাজানো। কোথাও শহীদমিনার, কোথাও জাতীয় স্মৃতিসৌধ আবার কোথাও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নানা অবকাঠামোর আদলে তৈরি সৌধ। সূর্য ডোবার সাথে সাথে এ সব মোমবাতি জ্বেলে লাখো মানুষ স্মরণ করে ভাষাশহীদদের।

রোববার (২১ ফেব্রুয়ারি) জেলা একুশ উদযাপন পর্ষদের উদ্যোগে আয়োজন করা হয় এ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সন্ধ্যা ঠিক সাড়ে ছয়টায় কলেজ মাঠে মোমবাতি জ্বালানো কর্মসূচির উদ্বোধন করেন,জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশ উদযাপন পর্ষদের সভাপতি ও সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান।