নেত্রকোনায়-ময়মনসিংহ সড়কে ট্রাকচাপায় আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে সোনালী ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সুমন সরকার (২৬) নামে একই ব্যাংকের অপর এক কর্মকর্তা আহত হন।

গুরুতর অবস্থায় আহত ওই কর্মকর্তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নেত্রকোনা সদরের পারলা বৃহৎমা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।