ফেসবুক ও গুগলসহ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন বাবত যে আয় করে তার থেকে রাজস্ব আদায়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। প্রতিষ্ঠানগুলোর আয় আসে খবর এবং বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে। তাই ফেসবুকও দেশটির সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কোনো ব্যক্তি বা গণমাধ্যম যদি ফেসবুকে সংবাদ শেয়ার করে তবে তাকে ব্লক করার হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।খবর বিবিসির।
সপ্তাহের অন্যান্য আর কয়টা দিনের মতোই আজ বৃহস্পতিবারও সাতসকালে ঘুম থেকে ওঠেন অস্ট্রেলিয়ার নাগরিকেরা। কিন্তু এদিনের সকালটা ছিল তাঁদের জন্য খানিকটা ব্যতিক্রমই। ফেসবুকে ঢুকে দেশীয় ও বিদেশি সংবাদ সাইটগুলোর ফেসবুক পেজ খুঁজতে গিয়ে দেখেন, সেগুলো বন্ধ। অর্থাৎ, তাঁরা কোনো দেশি-বিদেশি খবর ফেসবুকে দেখতে পাচ্ছেন না।