গত রাতে কোপা ইতালিয়ার সেমি ফাইনালে জোড়া গোল করে ক্যারিয়ারে ৭৬৩ গোল করে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনেক হিসাবমতে এখন রোনালদোই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ যেন এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করে নিজেদের সাবেক মহাতারকাকে অভিবাদন জানাতে ভোলেনি স্পেনের ঐতিহ্যবাহী এই ক্লাব।

গত রাতে কোপা ইতালিয়ার সেমিফাইনালে ইন্টারের বিপক্ষে রোনালদো যখন জোড়া গোল করেছেন, তখনই বেরিয়ে এসেছে, রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৭৬৩, যা পেলে বা বাইকান, দুজনের চেয়েই বেশি।

 

খবরটা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সাবেক এই তারকাকে অভিনন্দন জানিয়েছে রিয়াল। আর দেবে না-ই বা কেন? এই গোলগুলোর সিংহভাগই যে এসেছে রিয়ালের আমলে! এমনকি রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েই জুভেন্টাসে যোগ দিয়েছিলেন রোনালদো।

স্পেনের সংবাদমাধ্যম মার্কাও হিসাব-নিকাশ করে বের করেছে, পেলে বা বাইকান নয়, রোনালদোই এখন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। দেখা যাক, পেলে বা বাইকানের পক্ষে কেউ আবার নতুন কোনো দাবি নিয়ে এসে হাজির হন কি না!