সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রতিবন্ধকতা ডিঙিয়ে ছুটে চলেছে টাইগারদের রানের চাকা। ক্যারিবীয় স্পিনারদের ঘূর্ণিতে মন্থর হলেও ৮ উইকেট হারিয়ে তিনশ নিরানব্বই হয়েছে বাংলাদেশের রান।
সর্বশেষ পাওয়া সংবাদ পর্যন্ত (বেলা ১টা ৩৪ মিনিট) উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ (৮৪) ও নাইম হাসান (৩৩)। এখন পর্যন্ত ১৪২ ওভার খেলেছে টাইগাররা।
এর আগে দিনের শুরুতেই আগের দিনের সাথে মাত্র ৬ রান যোগ করার পরই স্পিনার জোমেল ওয়ারিক্যানের চতুর্থ শিকার হয়ে মাঠ ছাড়েন লিটন কুমার দাশ (৩৮)। পরে মিরাজকে নিয়ে দারুণ জুটি গড়ে তুলে সাকিব আল হাসান। দুই বছরের বেশি সময় পর নিজের টেস্ট অর্ধশতক পূরণ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।