ট্র্যাভেল  ডেস্ক

বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে বাংলা চ্যানেল (টেকনাফ থেকে সেন্টমার্টিন ১৬.১ কিলোমিটার জলপথ) ডাবল ক্রস করে (১৬.১+১৬.১= ৩২.২) রেকর্ড গড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং টিমের অধিনায়ক, সাবেক ডাকসু সদস্য, স্বনামধন্য সাঁতারু সাইফুল ইসলাম রাসেল।

ডাবল ক্রস সমাপ্ত করতে রাসেলকে টানা ১০ ঘণ্টা ২০ মিনিট সাঁতার কাটতে হয়েছে।

সাইফুল ইসলাম রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র। তিনি অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী। ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সাবেক সদস্য সাইফুল অমর একুশে হল ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং ও ওয়াটার পোলো টিমের অধিনায়ক। তার বাড়ি বরগুনা সদরে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ।

রাসেল বললেন, ‘আমি সুইমিং ট্রেইনার। সুইমিং নিয়ে কাজ করার ইচ্ছা। সুইমিং নিয়ে মানুষের মধ্যে যে ভীতি আছে, তা দূর করতে চাই। সঙ্গে সঙ্গে ইফোর্টলেস সুইমিংটা স্টাবলিশ করতে চাই এবং বিশ্বের কঠিনতম ইংলিশ চ্যানেলসহ সাতটা চ্যানেল পাড়ি দিতে চাই।’