দেশগ্রাম ডেস্ক 

কিশোরগঞ্জে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে শফিকুল ইসলাম (৩৫) নামের এক বিদ্যুত কর্মচারীর নির্মম মৃত্যু হয়েছে।

গত ৩০ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া নতুন জেলখানা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করার কাজ করছে।