বাংলাদেশ ডেস্ক

ভিন্ন ভিন্ন আইডি খুলে স্টাইলিস্ট নানা ছবি দিয়ে পোস্ট দিতেন। বেশিরভাগ ক্ষেত্রেই টার্গেট করতেন বিত্তশালী প্রবাসী ও ধনার্ঢ্য ব্যবসায়ীদের। এক পর্যায়ে তার সৌন্দর্যের ফাঁদে মোহিত হয়ে অনেকেই হয়েছেন কুপোকাত।

তিনি নিজে পরিচয় দিতেন কখনও সিনেমার নায়িকা আবার কখনও মডেল।

পুলিশের হাতে গ্রেফতারের পর এবার রোমানার প্রেম-বিয়ের প্রতারণার ফাঁদের নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এরই মধ্যে শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ রোমানাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। সে কারণে আপাতত এই অভিনেত্রী মডেলকে থাকতে হচ্ছে কারাগারে।

রোমানার প্রেম-বিয়ের প্রতারণার ফাঁদে জড়িয়ে অন্তত ২৮ জন প্রবাসী সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদেরই মধ্যে একজন হলেন সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েল। যার সঙ্গে একইভাবে ফাঁদ পেতে বিয়ে করতে বাধ্য করেন। আবার কোটি টাকার বেশি

হাতিয়ে নেওয়ার পর জুয়েলকে ছুড়ে ফেলে দেন পথে।