শিক্ষা ডেস্ক 

করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার বিকালে মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ব্রিফিং শেষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি সরকার এখনো পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, সবার আগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা। তাই তাদের নিরাপত্তায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানিয়েছেন আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩০ মার্চ থেকে করোনার কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এদিন থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হবে। করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।