বাংলাদেশ ডেস্ক 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটে আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পর তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোগী স্থানান্তর করার পর চিকিৎসাধীন ৩ রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে এ কথা জানান।

এদিকে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আগুন লাগার পর স্থানান্তরে বিলম্ব হওয়ায় রোগীদের মৃত্যু হয়েছে।