বাংলাদেশ

দেশে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠক নিয়োগ দিয়েছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তাসনুভা আনান শিশির নামের পাঠককে নিয়োগ করে দেয় টেলিভিশন কর্তৃপক্ষ।

বৈশাখী টিভি কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানায়, দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলাই বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল।সেই মূলমন্ত্র বাস্তবায়নে স্বাধীনতার ৫০ বছরে দেশের সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠক নিয়োগ দেয়া হয়েছে।

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ওইদিন দুপুরে ঘটতে যাচ্ছে এক অভূতপূর্ব ঘটনা, যা বাংলাদেশের টেলিভিশনে আগে কখনও ঘটেনি। সেদিন বৈশাখী টেলিভিশনে তাসনুভা আনান শিশির নামের এক রূপান্তরিত নারী সংবাদ পাঠ করবেন।অভূতপূর্ব এ ঘটনায় যেমন আনন্দিত বৈশাখী টেলিভিশন পরিবার, একইসঙ্গে খুশি তাসনুভা আনান। এখন কেমন অনুভব করছেন, এমন প্রশ্নে শিশির বলেন,

‘নিয়োগ পাওয়ার খবরটি শুনেই আমি কেঁদেছিলাম। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বৈশাখী পরিবারের প্রতি আমি চির কৃতজ্ঞ। 

কৈশোরে বিদ্বেষ, ঘৃণা, হয়রানির শিকার হয়েছেন, বাধ্য হয়েছেন পরিবার ছেড়ে দূরে থাকতে। কিন্তু শত প্রতিবন্ধকতার মাঝেও পড়াশোনা চালিয়ে গেছেন, কাজ করেছেন থিয়েটারে। তার এই অর্জন বাংলাদেশে ট্রান্সজেন্ডার কমিউনিটির বাস্তবতা পরিবর্তন করবে বলে বিশ্বাস তাসনুভার।