বিনোদন 

||| ২০১১ সালের ৬ মার্চ ধুমধাম করে বিয়ে করেন এই জুটি। গতকাল ছিল এই জুটির দশম বিবাহবার্ষিকী।প্রথম দর্শনে প্রেম—এমনটা বিশ্বাস করেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। না করে আর উপায় কী! নিজের জীবনে যে ঘটেছে এমন ঘটনা। গিয়েছিলেন বন্ধুর বিয়ে খেতে। সেখানে গিয়ে নিজের বিয়ের ব্যবস্থা করে ফিরেছেন। স্নেহা রেড্ডিকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় আল্লু অর্জুনের, যাকে বলে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’।আল্লু অর্জুন তখন সবে তারকা হতে শুরু করেছেন। তাঁর সে বন্ধুর মাধ্যমেই নম্বর জোগাড় করেন স্নেহার। এরপর যা হয়, তা হলো। মেসেজ চালাচালি, ফোনে কথা বলা, প্রেম। তারপর মেয়ের পরিবার থেকে না মানা! সবই হয়েছে নিয়ম করে।