দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৩ হাজার ৫৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন। করোনা শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ।
গেলো ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে আরও ২৫ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি হলো ৮ হাজার ৭৬৩ জনের। জানা যায়, মৃত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী।