বিনোদন ডেস্ক

আজ মুক্তি পেলো ওয়ার্নার ব্রস / লেজন্ডারি এর গডজিলা বনাম কং মুভি।আজ বুধবার মেক্সিকো, তাইওয়ান, ইন্দোনেশিয়ানিয়া এবং ভারতের মতো কেন্দ্রগুলিতে বুধবার শুরু হওয়া ৩৮ টি বিদেশের বাজারে মুভিটি মুক্তি পায়, এরপরে বৃহস্পতিবার এবং শুক্রবার চীন, রাশিয়া, কোরিয়া ও অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে এবং ৩১ শে মার্চ এইচবিও ম্যাক্সে দিন মুক্তি পাবে।

গডজিলা বনাম কং অ্যাডাম উইংগার্ড পরিচালিত ২০২১ সালের আমেরিকান মন্সটার ফিল্ম।যুগে যুগে এক ভয়ঙ্কর দানব গডজিলা এবং কিং কংয়ের মহাকাব্য শুরু করে। সেরা হওয়ার লড়াই চলে আসছে যুগ যুগ ধরে, যে লড়াইয়ের শেষ যোদ্ধা তারা দুজন। এই লড়াইয়ে যেকোন একজনের জয় হবে, তা মুভির পোস্টারে উল্লেখ করা হয়।

তবে এখানেই শেষ নয়!! তাদের দুজনের বিপরীতে দেখা যাবে এক রোবটিক গডজিলা কে যার নাম মেকা গডজিলা ।