বিনোদন ডেস্ক 

মিরপুর সারে এগারোর সেতারা কনভেনশন সেন্টারে কন্যা একটিভেশন এর উদ্যোগে ১৫ থেকে ১৭ই মার্চ ৩ দিন ব্যাপি জুয়েলারি ও ফুড ফেস্টিভ্যাল মেলার আয়োজন করা হয়, সাথে ছিলো ফ্রী ঈগলু সফটি কোন  এবং মাস্ক অনলাইন ও হেলথ কেয়ার পার্টনার ছিলো - 'আমরাই পারি আমরাই পারবো' নামক একটি সেবামুলক সংগঠন

এই মেলায় বাচ্চাদের জন্য ছিল রণপা পান্ডা এবং মিকিমাউস কার্টুন। মুজিব জন্ম শতবর্ষ পূর্তি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জুয়েলারি ছারাও দেশি বিদেশি থ্রি পিস, হিজাব, আবায়া,জুয়েলারি,কসমেটিক, মজাদার আচার, হোমমেড ফুড,খেলনা,বাচ্চাদের পোশাক, জুতা, ব্যাগ আরো অনেক কিছু ছিল, আমন্ত্রিত সকলের জন্যে ছিল ভিন্নমাত্রার সব আয়োজন।

মহা সমারোহের মধ্য দিয়ে আজ ৩ দিনের এই মেলাটি শেষ হয়েছে, মেলার শেষদিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফ্লোরিডা সারমিন সেতু। কন্যা একটিভেশন এর পক্ষ থেকে এক মিলিয়ন মেম্বারের গ্রুপ রিসাইকেলবিন এর এডমিন ফ্লোরিডা সারমিন সেতুকে অভিনন্দন জানানো হয়, কন্যা একটিভেশন এর পক্ষে ইভেন্ট অরগানাইজার পপি বলেন, নতুন উদ্যোক্তা দের সামনে আনতে চাই ।


মেলার ৩য় ও শেষ দিনে মেলায় সর্বোচ্চ বিক্রেতাদের থেকে সেরা ১১ বিক্রেতাকে ক্রেস্ট উপহার দেয়া হয়। এ ছাড়াও প্রতিদিন ২০ জন ক্রেতার জন্য ছিল নিশ্চিত উপহার। 

মৃল রাহমান / মামুন উর রশিদ ( মৃদুল'স কিচেন)   লাইলা মুসতাক ( প্রিতিয়ান কিচেন)   সানজানা মাহমুদ (ম্যাড পল্লবিয়ানা)   আফসানা আক্তার ( আমিন্স ফ্যাশন)   আফরোজা আক্তার সোভা( সোভা ফ্যাশন গ্যালারি)   আনিস রহমান নিরব (রুবাইয়াস)   আরিয়া আহম্মেদ ( আরিয়া ফ্যাশন হাউস) নারগিস আহম্মেদ মোল্লা (টুনি বউ)   শাহিনা আক্তার (তাসনিয়া ফ্যাশন)   মিথিলা বরষা (মিমের রসইঘর)   জুরাইয়া কবির (এরিষ্টোক্রেটিক স্টাইল) ।

Stay Updated With CHANNEL 7 TV. Download Our App Now - Click To Download