দেশগ্রাম ডেস্ক 

সাতক্ষীরায় জেলা সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন পালিত হয়েছে।জন্মদিন উপলক্ষে প্রার্থনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।

গত বুধবার(১৭ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির কালিমাতা মন্দির প্রাঙ্গনে জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পেশাজীবি বিষয়ক উপ-সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা মন্দির সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুব ঐক্য পরিষদ সাতক্ষীরার সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন রায়, যুব ঐক্য পরিষদ সাতক্ষীরার সদস্য সচিব রনজিত ঘোষ, যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক উত্তম বিশ্বাস, ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরার আহবায়ক সুজন বিশ্বাস, সুমন অধিকারী,

পরে পুরোহিত শ্যামল চ্যাটার্জীর পরিচালনায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ইচ্ছা যেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুরোপুরি পূরণ করতে পারে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিনে সেই প্রার্থনা করা হয়।