বাংলাদেশ ডেস্ক

৮ই মার্চ সোমবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে মৌলভীবাজারের এস আর প্লাজায় রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট ২য় তলায় তিন দিন ব্যাপী ফ্রি কসমেটিক্স মেলার উদ্বোধন হয়।

ব্রিটিশ বনাম ইন্ডিয়া ড্রিম বুটিকের সত্যাধীকারী সমীচা সুলতানার আয়োজনে ফ্রি কসমেটিক্স মেলার শুভ উদ্ধোধন করেন মৌলভীবাজার হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দীন। মেলায় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাব এর সেক্রেটারি - সালেহ কুটি । সমীচা সুলতানা ৩০ জন নারী উদ্দ্যোক্তা নিয়ে মেলাটি করেছেন এই মেলায় মাস্ক ও হেলথ কেয়ার পার্টনার হিসেবে ছিলো 'আমরাই পারি আমরাই পারবো' নামক একটি সেবা মূলক সংগঠন।


মেলা উদ্ধোধন শেষে সৈয়দা জোহরা আলাউদ্দীন বালেন, মাননীয় প্রধান মন্ত্রী একজন নারি, দেশের ৪৮% মানুষ নারী তাই এদের এগিয়ে নিতে এর বিকল্প নেই।

সমিচা সুলাতানা বলেন নারীদের একটা প্লাটফর্ম করতেই আমাদের এই উদ্দ্যোগ, আমরা নারী আমরাই পারি।

" আমরাই পারি আমরাই পারবো" এর প্রেসিডেন্ট সৈয়দ হাসান তারেক বলেন, মেলায় যেন সবাই নিশ্চিন্তে আসতে পারে তাই আমরা মাস্ক ও সেনিটাইজার দিচ্ছি এবং বয়স্কদের করোনা ভেক্সিন নিতে উৎসাহিত করতেই এই কার্জক্রম এবং মেলায় স্ব্যাস্থ বিধি মেনে আসা অতিথি দের জন্যে রয়েছে প্রতিদিন বই উপহার।

৮/৯/১০ মার্চ সকাল ১০ থেকে ৯ পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ ফ্রি, মেলায় ১০০০ টাকার পন্ন্য ক্রয় করলেই পাবেন গিফট। মেলায় পন্য ক্রয়ে রয়েছে ৫-৩০% ডিস্কাউন্ট।