জাতীয় ডেস্ক 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় তিনি ঢাকা মহানগরীতে উন্নত পরিবহন ব্যবস্থাপনা (অ্যাডভান্সড আরবান ট্রাফিক ম্যানেজমেন্ট), পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং স্মার্ট সিটি বাস্তবায়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার নগর ভবনের এ সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাবের প্রেক্ষিতে মেয়র রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও অন্যান্য অনুষঙ্গ বিশেষত কম্প্যাক্টর, যান-যন্ত্রপাতি ইত্যাদি খাতে সহযোগিতার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।

তাপস এ সময় বলেন, আমরা বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচরে নান্দনিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ব্যাবসায়িক কেন্দ্রবিন্দু হিসেবে একটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট(সিবিডি) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ৫০ তলা-বিশিষ্ট অত্যাধুনিক এই ভবনে একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছ।