দেশগ্রাম ডেস্ক 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধনচেবাড়িয়া এলাকার খালের চর থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বনরক্ষীরা। মৃত রয়েল বেঙ্গল টাইগারের ময়নাতদন্ত শনিবার সকালে রেঞ্জ সদরে সম্পন্ন হয়েছে। ৭ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট ৬ ইঞ্চি প্রস্থের মৃত বাঘিনীকে গত শুক্রবার রাতে উদ্ধার করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, সুপতি ষ্টেশনের বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় প্রথমে ধনচেবাড়িয়ার চরে মৃত অবস্থায় বাঘটি দেখতে পেয়ে রেঞ্জ অফিসে খবর জানায়। এরপর শরনখোলা ষ্টেশনের বনরক্ষীরা গিয়ে রাতে বাঘটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। ধারনা করা হচ্ছে ১৪/১৫ বছরের পূর্ণ বয়ষ্ক বাঘটি বার্ধক্যজনিত কারনে মারা গেছে। উদ্ধারের কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় বাঘটির বিভিন্ন অংশ পঁচে গেছে। তবে ফরেনসিফ পরীক্ষার নমুনা ঢাকায় পাঠানো হলে মৃত্যূর প্রকৃত কারন জানা যাবে।

Stay Updated With CHANNEL 7 TV. Download Our App Now - Click To Download