বিনোদন ডেস্ক
মঙ্গলবার একটি অফিশিয়াল পোস্টার প্রকাশ করেছে জি-ফাইভ। সেই সঙ্গে জানিয়েছে ‘কন্ট্রাক্ট’ নামের ওয়েব সিরিজটির স্ট্রিমিং টাইম! আসছে ১৮ মার্চ থেকে জি-ফাইভে দেখা যাবে এটি।
তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে ছয় পর্বের এই ওয়েব সিরিজটি। জানা যায়, ‘কন্ট্রাক্ট’ এর প্রতিটি এপিসোড এর ব্যাপ্তী হবে ৩০ মিনিটের মতো।
কখনো টিশার্ট পরা, কখনো আবার শার্ট গায়ে অফিশিয়াল কেউ, অস্ত্র হাতেও হাজির হচ্ছেন কেউ, আবার কখনো প্রেমিকরূপে পাওয়া গেলো আরিফিন শুভকে।
ঠিক একইভাবে ঠাণ্ডা মাথার খুনি বা ভয়ংকর মানুষ হিসেবে হাজির হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মুক্তির আগে থেকেই বেশ আলোচনায় রয়েছে ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’।
এখানে উঠে আসবে আন্ডারওয়ার্ল্ড, রাজনীতি ও পুলিশের ইঁদুর-বিড়াল খেলাও। যা ইতোমধ্যেই টিজারেও এসেছে।