স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার ক্লাব অফিসে হঠাৎ হানা দিয়ে দলটির সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমেউকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে বার্সার প্রধান নির্বাহী অস্কার গ্রাউ এবং প্রধান আইনজীবী রোম্যান গোমেজ পন্তিকে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন।
গত বছর ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন বার্তোমেউ। কথার বরখেলাপ করে লিওনেল মেসিকে বার্সেলোনা ছাড়তে দেননি তিনি। যদিও তার কিছুদিন পরই নিজে থেকেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন স্প্যানিশ এই ফুটবল সংগঠক।
অভিযোগ মতে, ২০১৭ সালে ক্যাম্প ন্যু-তে নিজের আধিপত্য বিস্তার ও ভাবমূর্তি উজ্জ্বল করতে আইথ্রি নামের এক গণসংযোগ প্রতিষ্ঠানকে অর্থ দিয়েছিলেন বার্তোমেউ। এটাই ‘বার্সা গেট’ কেলেঙ্কারি নামে পরিচিত।
যার উদ্দেশ্য ছিল- কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, লিওনেল মেসি, জেরার্ড পিকে, কোচ পেপ গার্দিওলার মতো বার্সা কিংবদন্তিদের নামে অপপ্রচার চালানো।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনাসেরের সংবাদ অনুযায়ী, সোমবার সকালে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় বার্তোমেউকে। তার সঙ্গে গ্রেফতার করা হয় দুই পরিচালক অস্কার গ্রাউ ও রোমান গোমেজ পন্তিকেও। এছাড়া পুলিশ স্টেশনে আনা হয় বার্তোমেউর পরামর্শদাতা জুমি মাসফেরারকেও।