জাতীয় ডেস্ক
আজ ২রা মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের দিন।
১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব উত্তোলন করেছিলেন সবুজের মাঝে লাল সূর্য আর সোনালী মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকা।
একাত্তরের ২রা মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাবেশ। তার আগের দিন জাতীয় পরিষদের ভাষণ স্থগিত করা হয়েছে। ক্ষোভে ফুঁসে উঠেছে মানুষ; বুঝতে পারছে স্বাধীনতার লড়াই ছাড়া কোনো উপায় নেই।
ঠিক এমনই এক উত্তাল মুহূর্তে সেই ছাত্র সমাবেশে ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব উত্তোলন করলেন স্বপ্নের স্বাধীন দেশের জাতীয় পতাকা।
দিনটি উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে জাতীয় পতাকা শোভাযাত্রা বের করা হবে।
এছাড়া বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহিদ শফিউর রহমান মিলনায়তনে আলোচনাসভা করবে জেএসডি। আলোচনাসভায় স্মৃতিচারণ করবেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।