স্পোর্টস ডেস্ক 

ক্রিস্টিয়ানো আছেন, খেলছেন, গোলও করছেন টানা। কিন্তু পুরনো সেই চেনা য়্যুভেন্তাস কোথায়! ২০১১ থেকে সিরি'আর মুকুটটি নিজের সম্পত্তিতে পরিণত করা য়্যুভদের কেন এমন হাল! শেষ ৫ ম্যাচে জয় মোটে একটা। সমস্যাটা ঠিক কোথায়? কিছুতেই মিলছে না সমর্থকদের এই প্রশ্নের উত্তর।

নিজেদের ২৪তম রাউন্ডে অ্যালিয়েঞ্জে এবার তুরিনের ক্লাবটি আতিথ্য দেবে পুঁচকে স্পেৎজিয়া কালচোকে। যে ম্যাচে ঝুলে থাকবে তাদের লিগ রেসে টিকে থাকার ভাগ্য সঙ্গে কোচ আন্দ্রে পিরলোও।

আছে সুসংবাদ। সাসপেনশন কাটিয়ে ফিরছেন দানিলো, ইনজুরি কাটিয়ে মোরাতা। তবে এ ম্যাচেও পিরলো পাচ্ছেন না বনুচ্চি, কিয়েল্লিনি, কুয়ার্দোদো, আর্থার আর দিবালার সার্ভিস। সেক্ষেত্রে ৪-৪-২ ফর্মেশনে দলকে খেলাতে পারেন কোচ।

দুঃসময়কে পেছনে ফেলে ট্র্যাকে ফেরার মিশন ক্রিস্টিয়ানোর য়্যুভেন্তাসের সামনে। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।