করোনা ভাইরাসে ভারতজুড়ে হাহাকারের মাঝে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নায়ক অক্ষয় কুমার।অসময়ে করোনা রোগীদের সাহায্যের জন্য এবার এক স্বেচ্ছাসেবী সংস্থায় মোটা অঙ্কের টাকা দান করলেন অভিনেতা।
সাবেক ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীরের এনজিও-তে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এক কোটি টাকা দিয়েছেন অক্ষয় কুমার। শুধু রোগীদের জন্যই নয়, এ অতিমারি আবহে যারা যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবাইকে সাহায্য করবে অক্ষয় কুমারের এ অনুদান।
সূত্র: দ্য ওয়াল