করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার কর্তৃক ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত লকডাউন শেষ হওয়ার আগেই আজ রবিবার, ২৫ এপ্রিল থেকে খুলে দেওয়া হয়েছে দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল। যা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
দোকান খুলে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার বিষয়ে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কেট কমিটিও এ বিষয়ে পদক্ষেপ ও প্রস্তুতি গ্রহণ করেছে।