পাল্লেকেলে স্টেডিয়ামে ৩ উইকেটে ৫১২ রান নিয়ে দিনের খেলা শুরু করেন দুই সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে ও ধানাঞ্জায়া ডি-সিলভা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা করুনারত্নে দিন শুরু করেন ২৩৪ রানে, আর ধানাঞ্জায়া ডি সিলভা ১৫৪ রানে।
Copyright (c) 2025 MH Multimedia LTD All Right Reserved