‘গডজিলা ভার্সেস কং’ উত্তর আমেরিকার স্থানীয় বাজার থেকে তুলে নিয়েছে ৬.৯৫ কোটি ডলার। বাকি ২৮.৮৩ কোটি ডলার এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। এর মধ্যে সাড়ে ১৬ কোটি ডলার একাই দিয়েছে চীনের দর্শকেরা। ভালো করেছে অস্ট্রেলিয়া, মেক্সিকো, তাইওয়ান ও রাশিয়ায়।
Copyright (c) 2025 MH Multimedia LTD All Right Reserved