সিনেমা জগতের বিখ্যাত দুই দানব একসঙ্গে। বড়সড় চমক হলেও করোনা মহামারির কারণে ‘গডজিলা ভার্সেস কং’-এর ব্যবসায়িক সফলতা নিয়ে দ্বিধায় ছিলেন নির্মাতারা। কিন্তু সে সংশয়কে পাশ কাটিয়ে দারুণ সব স্পেশাল ইফেক্টস সমৃদ্ধ ছবিটি আয় করে নিলে ৩৫ কোটি ডলারের বেশি।

‘গডজিলা ভার্সেস কং’ উত্তর আমেরিকার স্থানীয় বাজার থেকে তুলে নিয়েছে ৬.৯৫ কোটি ডলার। বাকি ২৮.৮৩ কোটি ডলার এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। এর মধ্যে সাড়ে ১৬ কোটি ডলার একাই দিয়েছে চীনের দর্শকেরা। ভালো করেছে অস্ট্রেলিয়া, মেক্সিকো, তাইওয়ান ও রাশিয়ায়।