ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
শুক্রবার, এপ্রিল ১৬, ২০২১
রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।সে সময় উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িটি আগুনে পুড়িয়ে দেয়।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে বিবির বাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় রিকশারোহী ও একজন ভ্যানচালক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের ময়লার গাড়িটি কাজলার দিকে যাচ্ছিলো। গাড়ির গতি বেশি ছিলো। বিবির বাগিচা এলাকায় পৌঁছালে সামনে থাকা রিকশাকে চাপা দেয় ট্রাকটি।