দিনদিন বাড়ছে করোনা সংক্রমণ। সেইসাথে লাফিয়ে বাড়ছে মৃতের হার। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে ৫৯ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণহানি ৯ হাজার ১০৫ জনের।
দেশে আজকেও রেকর্ড সংক্রমণ হয়েছে। গত বছর ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর আজ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ। গেলো ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬৯ জনের শরীরে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্ত গোটা বিশ্বেই এর প্রভাব বেড়েই চলেছে। দেশেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে। এ অবস্থায় জনস্বাস্থ্য বিবেচনা করে করোনার প্রথমবারের মতো সবকিছু নিয়ন্ত্রণ করতে হতে পারে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এ কথা জানান তিনি।
