মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৬ মে) দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।তিনি বলেন, সকল শিক্ষার্থীর ডিজিটাল ডিভাইস নেই। নেটের জটিলতা আছে। সে কারণে অ্যাসাইনমেন্ট দেয়া হয়। এটা সফল কার্যক্রম। এটি শিক্ষার্থী ঝরে পড়া ঠেকিয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, ভিডিও টিভি ক্লাসের ত্রুটিগুলো সংশোধন করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দেরি হচ্ছে। আঞ্চলিক লকডাউনসহ নানা কিছু দরকার হবে।