আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ইতিহাস সেরা আইসিসি বোলিং র‍্যাংকিংয়ে উঠে এসেছেন মেহেদী মিরাজ। চলমান শ্রীলঙ্কা সিরিজের দুই ম্যাচে ফর্মের তুঙ্গে থাকা মিরাজ উঠে এসেছেন আইসিসি বোলার র‍্যাংকিংয়ের দুই নম্বরে।৭২৫ রেটিং পয়েন্ট তার।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০ রানের বিপরীতে ৪ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে তার শিকার ২৮ রানে ৩ উইকেট।

ওডিআই বোলিং র‍্যাংকিংয়ে ৭৩৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।