উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জিতলো চেলসি। ফাইনালে দলের হয়ে একমাত্র গোলটি করেন জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজ।

পেপ গার্দিওলার দল শিরোপা জিতবে এটা ধরে নিয়েই ম্যান সিটির মালিক নিজ খরচে চার হাজার সমর্থককে নিয়ে যান পর্তুগালে। কারন ম্যাচ শুরুর আগে বাজির দর কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স, সব কিছুতেই এগিয়ে ছিলো ম্যানসিটি।কিন্তু পোর্তোতে রূপকথার জন্ম দিতে পারেনি ম্যান সিটি।

কোনোভাবেই চেলসির রক্ষণ দূর্গ ভাঙ্গতে পারেনি ফিল ফোডেন-রিয়াদ মাহরেজরা। যে সুযোগগুলো সিটি পেয়েছিলো সেগুলোর দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন আজপিলিকুয়েতা-রুডিগাররা। চেলসির আক্রমণে নেতৃত্ব দিয়ে পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার এনগোলো কান্তে।