আজ সকালেও দু’দফা ভূ-কম্পন অনুভূত হয়েছে সিলেটে। এতে নগরীর পনিটুলা এলাকায় হেলে পড়েছে ৬ তলা দুটি ভবন।
তবে অনেকেই এখনও ভবনেই অবস্থান করছেন। সকাল থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের লোকজন ভবন দুটি পর্যবেক্ষণে রেখেছেন।
Copyright (c) 2025 MH Multimedia LTD All Right Reserved