করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে ভারতের ক্রিকেট বোর্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এছাড়াও আজ মঙ্গলবার, ৪ মে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বিষয়টি নিশ্চিত করেছে। তারা এক প্রতিবেদনে বলেছে, ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) এই সিদ্ধান্ত নিয়েছে। আজ দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।