বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে ফের ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম সত্যব্রত সিকদার রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া পল্টন থানার বাকি ৬ মামলায় তার আইনজীবী জামিন আবেদন করলেও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।