চট্টগ্রামে মিতু হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত নতুন মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আকতার রিমান্ডে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানিয়েছিলেন, তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিবেন। সেই কারণে রিমান্ড না চেয়েই পিবিআই তাকে সোমবার আদালতে তোলে। কিন্তু আদালতে গিয়ে জবানবন্দি দেননি পুলিশের এই সাবেক চৌকশ কর্মকর্তা। ফলে তাকে পাঠানো হয়েছে কারাগারে।
বাবুল আক্তার এর আগেও তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তবে সে সময় তিনি চীনে অবস্থান করায় সে পরিকল্পনা সফল হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একাধিক কর্মকর্তা।
এর আগে, মিতু হত্যার অভিযোগে করা মামলায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ মে রিমান্ডে নেয় পিবিআই। রিমান্ড শুরুর প্রথম তিন দিন একদমই চুপ ছিলেন বাবুল আক্তার।